
কামরুল হোসেন, ঢাকা: বিশ্বের ইতিহাসের ঐতিহাসিক রাজনৈতিক দল যে দলটি মুসলিম জাতি সত্তা নিয়ে গঠিত হয়েছে মুসলমানদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেই ঐতিহাসিক রাজনৈতিক দলের একমাত্র সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মুসলিম লীগ আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে কমিটি পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ মহোদয়। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রখ্যাত রাজনীতিবিদ আলহাজ্ব কাজী আবুল খায়ের মহোদয় ও ফেডারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রফেসর এ আর খান।
যুব মুসলিম লীগের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ মানিক এর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আল্লামা মুফতি সরয়ার বিন কাসেম এর সহযোগিতায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সৈয়দ আব্দুল হান্নান নূর, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য প্রচার সেন খানে সবুর, অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহিল কাফি, ব্যারিস্টার সরোয়ার, মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দলের প্রচার সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোসাদ্দেক, শ্রম বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন আনিসুর রহমান মাস্টার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
যুব মুসলিম লীগের নেতৃত্বে যাদের জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষ ন্যায্য অধিকার ফিরিয়ে পাবে যদি মুসলিম লীগ ক্ষমতায় আসে, যাদের সহযোগিতা অনুপ্রাণিত হবে মুসলিম লীগ তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম গুলো হলো, যুব মুসলিম লীগের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ মানিক, সিনিয়র সহ-সভাপতি আল্লামা মুফতি সরয়ার বিন কাসেম, সহ-সভাপতি তানিয়া আক্তার, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান সহ-সভাপতি মওলানা মনিরুজ্জামান, মোহাম্মদ নুরুল ইসলাম, প্রিন্সিপাল মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ শামীম শাহরিয়ার, মানবাধিকার কর্মী মোঃ এহসানুল হক মিলন, মোহাম্মদ শামসুর আলম শামস, মোহাম্মদ আরিফ হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক মোহাম্মদ হাবিবুল্লাহ খান মোহাম্মদ ইদ্রিস, আব্দুর রউফ শেখ মোহাম্মদ ইমরুল কায়েস শাহ, মিসেস লাকি বেগম, সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম জাবেদ মোহাম্মদ এ কে এম আজাদ মোহাম্মদ আজিজুল হাকিম, মোহাম্মদ আহসান, মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ নাসিম, মোঃ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিরাজ, মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ জিয়াউর রহমান, আব্দুস সোবাহান, ধর্ম বিষয়ক সম্পাদক আল্লামা মুফতি জামিল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখারুল আলম রোমান, অ্যাডভোকেট শিল্পী পারভীন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সমাজকল্যাণ মোঃ আনোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শাকিল প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ফারুক আহমেদ সবুজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রাজু, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সামাদ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মদ নিরুপমা ইয়াসমিন, মোসাম্মত রাজিয়া আক্তার সাথী ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, কার্যকরী সদস্য মোহাম্মদ ইনামুল হক, মোহাম্মদ নুর আলম, মোঃ আছমত আলী, সুবাহান, রনি, রাজু, আব্দুস সামাদ, এনামুল হক, শাহ আলম, নুর আলম, মাস্টার মিন্টু শাহিন আলম পলাশ সরকার আসলাম সরকার ইয়ামিন হোসেন মানিক সরকার নুর আলম।
নতুন এই কমিটি পরিচিতি এবং আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, নতুন এই নেতৃত্বে বাংলাদেশের মানুষের হাসি ফুটবে ইনশাল্লাহ। মোহাম্মদ আলী জিন্নাহ মানিক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি সুন্দর সমাজ গঠন করার বদ্ধপরিকর রয়েছে। আমরা আশা করি নতুন বাংলাদেশ বিনির্মানে এই সংগঠন আরও বেশি সচেষ্ট হবে। এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে দেশে নতুন একটি জাগরণ তৈরি হবে।